Top 5 This Week

ইবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী

ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের অন্তর্ভুক্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী।

রোববার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের তৃতীয় তলায় বিভাগীয় সভাপতির কার্যালয়ে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। বিভাগের বিদায়ী সভাপতি অধ্যাপক ড. শরিফুল ইসলামের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক  ড. মোঃ এমতাজ হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও থিওলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, টিএসসিসি পরিচালক ও একাউন্টটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান, অধ্যাপক ড. আব্দুল বারী, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরীফ মোহাম্মদ আল রেজা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাহেদ আহমেদ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, যাওয়া আসার বিষয়টা দুনিয়ার চিরাচরিত নিয়ম। এই বিভাগ অনেক ক্রাইসিস সময়ে এই বিভাগের শিক্ষকরা অনেক ভূমিকা রেখেছে। আমাদের বিভাগের শিক্ষকদের মধ্যে থেকে বিভিন্ন সময় নেতৃত্ব উঠে এসেছে। আমার বিভাগকে আমি যেভাবে পেয়েছি সেখান থেকে আরো সুন্দর করে রেখে যেতে চাই। আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন ইসলামী বিশ্ববিদ্যালয়কে এবং আমাদের বিভাগকে এগিয়ে নিতে পারি। আমি যেন সততা, নিষ্ঠা সাথে যথাযথভাবে পালনের জন্য আপনাদের সবার সহযোগীতা প্রত্যাশা করছি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, তিনি (দায়িত্বপ্রাপ্ত সভাপতি) ডিপার্টমেন্টকে সামনে অগ্রসর করার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা উচিত তা গ্রহণ করবেন। প্রাক্তন সভাপতির কাজের সাথে সংযোজন করে যৌথ জিজ্ঞাসার মাধ্যমে তিনি বিভাগকে এগিয়ে নিয়ে যাবেন।

এছাড়াও উপাচার্য বলেন, আজকের এই পোগ্রাম ক্ষমতা হস্তান্তর নয়, এটি দায়িত্ব হস্তান্তর পোগ্রাম। এটি হলো চেয়ারম্যানশিপ যা পোস্ট অব রেসপনসেবলিটি। হেড অব দ্যা ডিপার্টমেন্ট যিনি তার প্রতি আহ্বান থাকবে তিনি যেন ২ টার বাসে ক্যাম্পাস ত্যাগ না করেন। বিশ্ববিদ্যালয় খোলা থাকে ৪ টা পর্যন্ত। তাই অফিস টাইম পর্যন্ত তিনি বিভাগে অবস্থান করবেন এইটা আমার অনুরোধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish