Top 5 This Week

ইবি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আঁখি ও আইভি

Spread the love

 

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আঁখি খানম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিফাত জাহান আইভি।

সোমবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট কক্ষে প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান ১৮ সদস্যের এ কমিটি ঘোষণা করেন। এতে সহ-সভাপতি হিসেবে সানজীদা লাবণ্য এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জান্নাতুল ফেরদৌস তানজিলাকে মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন আয়েশা খাতুন এবং সহ অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন জান্নাতুল ফেরদৌস বর্ষা। এছাড়াও কমিটিতে ব্যাবস্থাপনা সম্পাদক এবং সহ- ব্যাবস্থাপনা ব্যবস্থাপক হিসেবে রয়েছেন রাবেয়া খাতুন ও রিফাতুন জান্নাত নিলা।

এছাড়াও বিতর্ক গবেষণা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সানজীদা আক্তার এবং সহ বিতর্ক গবেষণা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আজমেরী রহমান। কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সূবর্ণা আক্তার, জারিন তাসনিম রাফা, রাবেয়া অনি ও তাহমিদা টুম্পা।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সিফাত জাহান আইভি বলেন, আমার প্রথম লক্ষ্য থাকবে এই ডিবেটিং সোসাইটিকে প্রাণোচ্ছল পরিবেশে ফিরিয়ে আনা, প্রতিটি সদস্য যেন বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক প্লাটফর্মে সেরা হতে পারে সেই উদ্দেশ্যে উদ্যমী হওয়া। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ডিবেটিং সোসাইটির মান অক্ষূণ্ণ রাখা এবং বিশ্ববিদ্যালয়ের সেরা ডিবেটিং সোসাইটি হিসেবে গড়ে তোলা, যেখানে বিতর্কের পাশাপাশি সুস্থ মনন এবং প্রকৃত মানুষ হওয়ার চর্চা করা হবে। প্রয়াত নওরীন নুসরাত আপুর স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে আমার মূল লক্ষ্য।

সভাপতি আঁখি খানম বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ডিবেটিং সোসাইটি আমার আবেগ ও ভালোবাসার জায়গা। আমাদের হল ডিবেটিং সোসাইটি বরাবরই সর্বোচ্চ সুনাম অর্জন করে এনেছে এবং সেই ধারা অব্যহত রেখে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। আশা করি আমাদের নতুন কমিটি নতুন উদ্যমে সামনে এগিয়ে যাবে এবং নতুন নতুন বিতার্কিক তৈরী করার জন্য সহনশীল ও সুন্দর পরিবেশ তৈরী করবে। পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম আরো বেশি উজ্জ্বল করতে ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish