Top 5 This Week

ইবি বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. আসাদুজ্জামান

Spread the love

 

রবিউল আলম, ইবি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নবনিযুক্ত ডিন নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের সই করা প্রজ্ঞাপনে আগামী ২ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কর্তৃক তাকে নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগপ্রাপ্ত গণিত বিভাগের অধ্যাপক জনাব মোছাঃ কামরুন্নাহার-এর মেয়াদ ১৩ নভেম্বর ২০২৪ তারিখে শেষ হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান-কে ১৪ নভেম্বর ২০২৪ তারিখ হতে পরবর্তী ২ (দুই) বছরের জন্য বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে উপাচার্য মহোদয় নিয়োগদান করেছেন।

এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন। এর আগে তিনি বিভাগের সভাপতি হিসেবে এবং সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, আজকে থেকে আমার দায়িত্ব শুরু হয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের কার্যদিবস না, শনিবার থেকে কাজ শুরু করে দিব। আমি যেহেতু বিজ্ঞান অনুষদে দায়িত্বপ্রাপ্ত হয়েছি, শিক্ষক-শিক্ষার্থীর মধ্যেকার দূরত্ব কমিয়ে রিসার্চ প্লাটফর্ম কিভাবে বাড়ানো যায় সেদিকে নজর দিব। ভিসি স্যারের সহযোগিতায় রিসার্চের পরিবেশ তৈরি করে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish