Top 5 This Week

ইরানের এক ডজনের বেশি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি আইডিএফের

বিডিটাইম ডেস্ক

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহভাজ এলাকায় অন্তত এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। স্থানীয় সময় শনিবার (২১জুন) সকালে গোয়েন্দা বিভাগের সরাসরি নির্দেশে এই আক্রমণ চালানো হয়।

আইডিএফের দাবি অনুযায়ী, প্রায় ৩০টি যুদ্ধবিমান অংশ নেয় এই অভিযানে এবং তারা ৫০টিরও বেশি যুদ্ধাস্ত্রসহ বহু সামরিক স্থাপনায় আঘাত হানে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ জানায়, “মিসাইল লঞ্চার, গোলাবারুদের গুদাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে আমাদের আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে।”

আইডিএফ আরও জানায়, “ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ইরানি সরকারের সামরিক সক্ষমতার ওপর চাপ বাড়িয়ে চলেছি এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এই ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।”

এই হামলার ব্যাপারে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা নতুন করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish