বিডিটাইম ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনাটি ধ্বংস করার সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রেরই আছে। তবে তিনি এও বলেন, “তার মানে এই নয় যে, আমি সেটাই করতে যাচ্ছি।”
বুধবার (১৮ জুন) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দেখা যাক কী হয়। সবাই আমাকে এ নিয়ে জিজ্ঞেস করছে, কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।”
আল জাজিরা’র প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প আবারও প্রমাণ ছাড়া দাবি করেন, ইরান মাত্র কয়েক সপ্তাহ দূরে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনায় পৌঁছে গিয়েছিল। যদিও ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
তিনি আরও বলেন, “তেহরান এখনো কোনো পারমাণবিক কর্মসূচির বিষয়ে আন্তর্জাতিক চুক্তিতে সই করেনি। হয়তো এখনো সেটা সম্ভব, তবে খুব দেরি হয়ে গেছে।”
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আরও উসকে দিতে পারে। একইসঙ্গে এটি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির ওপরও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।