Top 5 This Week

ইরানে ফের ইসরায়েলি হামলা, পাল্টা জবাবের হুমকি তেহরানের

বিডিটাইম ডেস্ক

ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (১৪ জুন) দিবাগত রাতে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর মুখপাত্র এফি ডিফ্রিন।

তিনি জানান, “এই মুহূর্তে আমাদের বিমান বাহিনীর পাইলটরা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছেন।”

ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের বন্দর শহর বন্দর আব্বাস তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসফাহান এবং তাবরিজের আকাশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় হয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চলে।

পাল্টা হামলার হুমকি

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, এই ইসরায়েলি আগ্রাসনের জবাবে ‘ব্যাপক ও ধ্বংসাত্মক’ হামলা চালানো হবে ইসরায়েলের বিরুদ্ধে। তারা জানিয়েছে, প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন, যেকোনো সময় শুরু হতে পারে অপারেশন।

এই হামলার সূত্রপাত গত মাসে ইসরায়েলের একটি কূটনৈতিক ভবনে হামলার অভিযোগ এবং তারপর ইরান-ইসরায়েল সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে। সম্প্রতি ইরান থেকে ইসরায়েলের বিরুদ্ধে ছোড়া শতাধিক ক্ষেপণাস্ত্রের জবাবে এ হামলা চালিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ঘনীভূত করতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish