Top 5 This Week

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিলো ইরান

বিডিটাইম ডেস্ক

ইরান তার সামরিক বাহিনীকে বলেছে, তারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রাখবে এবং ইহুদিবাদী সরকারের কোমর ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক বলেন, “আমাদের জাতি একটি চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখোমুখি এবং শত্রুরা আমাদের জনগণের প্রতিটি অংশের শক্তি ও স্থিতিস্থাপকতাকে লক্ষ্য করছে। আমরা দৃঢ়ভাবে প্রতিরক্ষামূলক অবস্থানে আছি, তবে আমাদের সমস্ত আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা ব্যবহার করছি।”

তিনি আরও বলেন, “শত্রুরা দীর্ঘ যুদ্ধে টিকে থাকতে পারবে না। যদি এটি চলতে থাকে, তাহলে ইহুদিবাদী সরকারের কোমর ভেঙে যাবে।” মঙ্গলবার ইরান প্রথমবারের মতো একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ব্যবহার করেছে যা ইহুদিবাদী সরকার আগাম বুঝতে পারেনি। তার ভাষায়, তাদের জন্য আরও বিস্ময় অপেক্ষা করছে।

এর আগে ১৩ জুন ভোরে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের ইসরায়েলি বিমান হামলায় তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক ও পরমাণু স্থাপনা এবং আবাসিক এলাকায় আঘাত হানে। ওই হামলার পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে, যার ফলে দুই দেশের অনেকেই নিহত ও আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত সংঘর্ষ বন্ধে কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish