Top 5 This Week

ইসরায়েলের হামলায় ৬২৭ জন নিহত – ইরান

বিডিটাইম ডেস্ক

ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘর্ষে ইরানে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৭ জনে, আহত হয়েছেন ৪ হাজার ৮৭০ জন। বুধবার (২৫ জুন) রাতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া পোস্টে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপুর বলেন, “ইসরায়েলের হামলায় কমপক্ষে ৬২৭ জন নিহত হয়েছেন এবং প্রায় পাঁচ হাজার মানুষ আহত হয়েছেন। হতাহতদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।”

তিনি জানান, সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে রাজধানী তেহরানে। এছাড়া কেরমানশাহ, খুজেস্তান, লোরেস্তান ও ইসফাহান প্রদেশেও প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য।

কারমানপুর লেখেন, “আমি কোনো রাজনৈতিক মন্তব্য করছি না। আহত শিশু, মা কিংবা নিরীহ মানুষের বেদনাদায়ক দৃশ্য বর্ণনা করছিও না। আমি এসব মানুষের প্রতি মানুষের বিবেককেই জাগ্রত করতে চাই।”

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে প্রায় ৮৬.১ শতাংশ মানুষ ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। ১৩.৯ শতাংশ মারা গেছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

গত দুই সপ্তাহ ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘর্ষ চলছে। বিভিন্ন সামরিক স্থাপনা, শহর ও অবকাঠামো লক্ষ্য করে একাধিকবার হামলা চালানো হয়েছে। এই যুদ্ধকে পশ্চিমা বিশ্লেষকরা ২০২০-এর দশকের সবচেয়ে বড় মধ্যপ্রাচ্যীয় সংঘর্ষ হিসেবে বিবেচনা করছেন।

ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে উভয় দেশেই বেসামরিক প্রাণহানির সংখ্যা বাড়ছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish