বিডিটাইম ডেস্ক
ইসরায়েল যুদ্ধ বন্ধ না করলে ইরান কোনো আলোচনায় বসবে না—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জেনেভায় ইউরোপের ই৩ দেশ (যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি) এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।
আরাকচি বলেন, “যতক্ষণ ইসরায়েল আমাদের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে, ততক্ষণ তেহরান কোনো পক্ষের সাথেই আলোচনায় বসবে না।”
তিনি আরও জানান, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের ‘রেড লাইন’ — যা নিয়ে আপসের কোনো সুযোগ নেই।
বৈঠকে ইউরোপীয় পক্ষ ‘শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ’ দাবি করলেও ইরান তা সাফ ভাষায় প্রত্যাখ্যান করেছে। তেহরান জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথেও কোনো আলোচনা হবে না যতদিন না ইসরায়েল যুদ্ধ থামায়।
এই বৈঠকে কূটনৈতিক সৌজন্য রীতিও ভেঙে দেন আরাকচি। ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে তিনি কোনো করমর্দন করেননি, এমনকি চোখেও চোখ রাখেননি বলে বৈঠকে উপস্থিত কূটনৈতিক সূত্রে জানা গেছে।
এই অবস্থানকে ইরানের কঠোর প্রতিক্রিয়া ও যুদ্ধ পরিস্থিতিতে দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।