বিডিটাইম ডেস্ক
বছর দেড়েক আগে প্রীতম হাসান ও জেফার রহমানকে নিয়ে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন পরিচালক শিহাব শাহীন। তবে নানা ব্যস্ততায় সে পরিকল্পনা বাস্তবায়ন হয়নি তখন। এবার ঈদ বা ঈদের পরপরই মুক্তি পেতে যাচ্ছে সেই পরিকল্পনারই রূপায়ণ—ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’।
পরিচালক জানিয়েছেন, বুধবার (৭ মে) থেকে ঢাকার মিরপুরে শুরু হচ্ছে ফিল্মটির শুটিং। শুটিং চলবে কক্সবাজারেও। আগামী ২১ মে’র মধ্যে পুরো কাজ শেষ করতে চান তিনি।
এই ফিল্মে অভিনয় করছেন দুই সঙ্গীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান ও জেফার রহমান। দুজনকেই আলাদা আলাদা ওয়েব ফিল্মে এর আগে পরিচালনা করেছেন শিহাব শাহীন—প্রীতমকে নিয়ে ‘মানুষ দূরে থুইয়া’ এবং জেফারকে নিয়ে ‘মাইশেলফ অ্যালেন স্বপন (সিজন ২)’।
দুজনকে একসঙ্গে জুটি করে কাজ করার পেছনের কারণ জানিয়ে শিহাব শাহীন বলেন, “দুজনের সঙ্গেই কাজের ভালো অভিজ্ঞতা রয়েছে। প্রীতমের সঙ্গে তো আমার একটা হিট প্রজেক্ট ছিল। ওদের অভিনয়শৈলী আমাকে একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করেছে।”
গল্প প্রসঙ্গে পরিচালক জানান, এক তরুণীর স্বাধীন সিদ্ধান্ত ঘিরে সৃষ্টি হয় জটিলতা—এ নিয়েই এগিয়েছে সিনেমার কাহিনি। বর্তমান সময়ের প্রেক্ষাপট ও ভালোবাসার গল্প একসঙ্গে মিশে থাকবে এতে।
উল্লেখ্য, প্রীতম হাসানকে সর্বশেষ দেখা গেছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে এবং জেফার অভিনয় করেছেন শিহাব শাহীনের ‘অ্যালেন স্বপন (সিজন ২)’তে। এবার তাঁরা একসঙ্গে পর্দায় আসছেন ‘তুমি আমি শুধু’ ফিল্মে।