Top 5 This Week

উত্তরবঙ্গের বন্যাকবলিতদের পাশে ইবি

Spread the love

ইবি প্রতিনিধিঃ

সম্প্রতি নদীর গর্ভে বিলীন হওয়া উত্তরবঙ্গের লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর বানবাসিদের উপহার সামগ্রী প্রদান করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বিষয়টা নিশ্চিত করেন। এতে ৬০ পরিবারে প্রায় ১ লক্ষ ৭০ হাজার উপহার সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিম তিন দিনে বন্যাকবলিত পরিবারের দ্বারে দ্বারে গিয়ে এসব বণ্টন করে।

১৩ অক্টোবর, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে বিভিন্ন সময় নদীর গর্ভে সম্পদ বিলীন হওয়া ১২টি পরিবার, আদিতমারী উপজেলায় ১৩টি পরিবার এবং সদর উপজেলার কালমাটিতে ১০টি পরিবার-সহ মোট ৩৫টি পরিবারকে উপহার নিশ্চিত করে।

পরে ১৪ অক্টোবর কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সাহেব আলগা ইউনিয়নের ১০টি পরিবার এবং উলিপুর উপজেলায় ৫টি পরিবার। এভাবে ১৫ অক্টোবর ফুলবাড়ি উপজেলায় আরও ৫টি পরিবারে মোট ২০টি পরিবারের দ্বারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার পাঠাতে সক্ষম হয়েছে।

এছাড়াও রংপুর সদরের হারাগাছ ইউনিয়নের ৫টি পরিবারকে সহযোগিতা পৌঁছানোর মাধ্যমে তাদের ৬০ টি পরিবার নিশ্চিত হয়। প্রায় ১,৭০,০০০ নগদ টাকা উপহার হিসেবে ৬০ পরিবারে বণ্টিত হয়।

সমন্বয়ক এস এম সুইট জানান, দক্ষিণ অঞ্চলেও আমরা সহযোগিতা করেছি। যদিও সমগ্র বাংলাদেশ সেই সময় বানবাসিদের পাশে দাঁড়াতে ছুটে আসছিল। নজিরবিহীন আন্তরিকতার পরিচয় দিতে সক্ষম হয়েছে। তবে এবার উত্তরবঙ্গে সেইভাবে তেমন লক্ষ্য করা যাচ্ছে না। তাই সবার সহযোগিতায় উত্তরবঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিই। এই মহতী কাজের সহযোগিতার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish