Top 5 This Week

উত্তাল বাকৃবি : শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আন্দোলনে অচলাবস্থায় রয়েছে ক্যাম্পাস

বাকৃবি প্রতিনিধি:
প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। কর্মচারীরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন। এছাড়াও, পরিবহন শাখার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১২ থেকে ১ টা পর্যন্ত প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। কর্মকর্তারা বেলা ১১ টা থেকে ২ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন।
জানা যায়, ২ শতাধিক শিক্ষক, শতাধিক কর্মকর্তা, ৩য় শ্রেণি কর্মচারী পরিষদ, কারিগরি কর্মচারী সমিতি এবং ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির প্রায় ৫ শতাধিক কর্মচারী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
আন্দোলনরত শিক্ষক নেতৃবৃন্দ বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে এবং এ সময় সকল ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। সরকার দাবি মেনে নিলে বিশ্ববিদ্যালয় আবার স্বাভাবিক কার্যক্রম শুরু করবে।
বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাসার আমজাদ বলেন, “আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের সিদ্ধান্ত মোতাবেক অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে কর্মকর্তাদের স্কেল সংক্রান্ত জটিলতা নিরসন না হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish