Top 5 This Week

এই আগুন জ্বললে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না- গুতেরেস

বিডিটাইম ডেস্ক

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে জানিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত বিশ্বকে একটি বিপজ্জনক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, “এই সংঘাত যদি আরও বিস্তার লাভ করে, তাহলে যে আগুন জ্বলবে তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।”

শুক্রবার (২০জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকের উদ্বোধনী বক্তব্যে গুতেরেস এই মন্তব্য করেন। বৈঠকটি ইসরায়েল-ইরান সংকট নিয়ে ডাকা হয়।

গুতেরেস আরও বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সংঘাতের কেন্দ্রে রয়েছে পারমাণবিক প্রশ্ন। ইরান বারবার বলেছে তারা পারমাণবিক অস্ত্র চায় না। তবে চলুন আমরা স্বীকার করি, এখানে গভীর আস্থার অভাব রয়েছে।”

সব পক্ষকে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, “আমি যুদ্ধ বন্ধের এবং আন্তরিক আলোচনায় ফিরে আসার জন্য সকল পক্ষকে আহ্বান জানাচ্ছি।”

এদিকে, নিরাপত্তা পরিষদের বৈঠকের পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপের তিনটি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকের আগে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, “আগামী দুই সপ্তাহের মধ্যে কূটনৈতিক সমাধান অর্জনের একটি বাস্তব সুযোগ তৈরি হয়েছে।”

এর আগে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে দেওয়া বক্তব্যে আব্বাস আরাগচি বলেন, “ইরানের জনগণের ওপর এক অন্যায় ও চাপিয়ে দেওয়া যুদ্ধ চলমান রয়েছে। এই বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ইরান আত্মরক্ষা করছে।”

তিনি আরও জানান, “আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্ভূত পরিস্থিতির সমাধানে ১৫ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি আশাব্যঞ্জক বৈঠক নির্ধারিত ছিল। কিন্তু বৈঠকের আগেই হামলা চালানো হয়েছে। এটি কূটনীতির প্রতি এক গুরুতর বিশ্বাসঘাতকতা এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ব্যবস্থার ভিত্তির ওপর এক নজিরবিহীন আঘাত।”

আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এখনই পদক্ষেপ না নিলে জাতিসংঘভিত্তিক আন্তর্জাতিক আইনব্যবস্থা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish