Top 5 This Week

ঐতিহাসিক নিদর্শন আর গণ-আন্দোলনের ছাপ নতুন টাকায়

বিডিটাইম ডেস্ক:

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অর্থনৈতিক ও প্রতীকী রূপে বড় একটি পরিবর্তনের অংশ হিসেবে সব ধরনের মুদ্রার (টাকা ও কয়েন) নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় বাজারে আসছে নতুন ডিজাইনের ব্যাংক নোট। ইতোমধ্যে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট ছাড়া হয়েছে। এবার ঈদের পর বাজারে আসবে ৫০০, ২০০, ১০০, ১০, ৫ ও ২ টাকার নতুন নকশার নোট।

নতুন মুদ্রাগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো, এগুলোতে আর থাকছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। বরং এগুলোর নকশায় গুরুত্ব পেয়েছে দেশের ইতিহাস, সাংস্কৃতিক নিদর্শন এবং সাম্প্রতিক গণ-আন্দোলনের চিত্র।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকার নোটে স্বাক্ষর থাকবে বর্তমান গভর্নর আহসান হাবিব মনসুরের। অন্যদিকে, ২ ও ৫ টাকার নোটে স্বাক্ষর করবেন অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার। সব নোটেই জলছাপ হিসেবে থাকবে জাতীয় পশু বেঙ্গল টাইগারের মুখ।

৫০০ টাকা:

৫০০, ২০০, ১০০ ও ১০, ৫ ও ২ টাকার নোটের নকশায় কী থাকছে
সম্মুখভাগে বাঁ পাশে থাকবে কেন্দ্রীয় শহীদ মিনার এবং ব্যাকগ্রাউন্ডে পাতা ও প্রস্ফুটিত শাপলা ফুল। পেছনে থাকবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। সবুজ রঙের আধিক্য।

২০০ টাকা:


সম্মুখভাগে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্য এবং পেছনে জুলাই-২০২৪ সালের গণ–অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা ‘গ্রাফিতি–২০২৪’। হলুদ রঙের আধিক্য।

১০০ টাকা:


সম্মুখভাগে থাকবে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ এবং পেছনে সুন্দরবনের দৃশ্য। নোটে নীল রঙের আধিক্য।

১০ টাকা:


সম্মুখভাগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং পেছনে ‘গ্রাফিতি–২০২৪’। গোলাপি রঙের আধিক্য।

৫ টাকা:


সম্মুখভাগে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদ এবং পেছনে একই গ্রাফিতি চিত্র। এখানেও থাকবে গোলাপি রঙের আধিক্য।

২ টাকা:

image-s3-key
সম্মুখভাগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং পেছনে রায়েরবাজার বধ্যভূমির স্মৃতিসৌধের ছবি। হালকা সবুজ রঙের আধিক্য।

নতুন নকশার নোটগুলো এখন ছাপার প্রক্রিয়ায় রয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী ঈদের পর থেকেই ধাপে ধাপে বাজারে ছাড়া শুরু হবে।

অর্থনীতিবিদ ও পর্যবেক্ষকরা বলছেন, নতুন ডিজাইনের মাধ্যমে শুধু অর্থনৈতিক নিরাপত্তা নয়, বরং এই মুদ্রাগুলো হয়ে উঠতে পারে সময়ের রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণপ্রতিরোধের প্রতীক। এটি বর্তমান সময়ের ইতিহাসকেও বহন করবে টাকার পরতে পরতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish