Top 5 This Week

কমেছে জিডিপি প্রবৃদ্ধি, বাড়ছে মাথাপিছু আয়: বিবিএস

বিডিটাইম ডেস্ক

চলতি ২০২৪–২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৩ দশমিক ৯৭ শতাংশে—যা গত অর্থবছরের চূড়ান্ত হিসাব ৪ দশমিক ২২ শতাংশের তুলনায় কম। তবে মাথাপিছু আয় ও জাতীয় সঞ্চয় বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

মঙ্গলবার (২৭ মে) প্রকাশিত বিবিএস-এর সাময়িক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে জিডিপির আকার দাঁড়াবে ৫৫ লাখ ৫২ হাজার ৭৫৩ কোটি টাকা, যা বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রা ৫৫ লাখ ৯৭ হাজার ৪১৪ কোটি টাকার প্রায় কাছাকাছি। মার্কিন ডলারে এ অর্থের পরিমাণ ৪৬২ বিলিয়ন ডলার।

প্রতিবেদনে বলা হয়, প্রবৃদ্ধি হ্রাসের পেছনে মূলত কৃষি ও সেবা খাতের ধীরগতি দায়ী। চলতি বছর কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১ দশমিক ৭৯ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে, সেবা খাতে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫১ শতাংশ, যেখানে আগের বছর ছিল ৫ দশমিক ০৯ শতাংশ।

তবে শিল্প খাতে কিছুটা গতি এসেছে। চলতি অর্থবছরে এ খাতের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৩৪ শতাংশ, যা গত বছর ছিল ৩ দশমিক ৫১ শতাংশ।

বিনিয়োগের দিক থেকে চিত্র আশাব্যঞ্জক নয়। জিডিপির তুলনায় বিনিয়োগের হার কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৮ শতাংশ, যেখানে গত বছর ছিল ৩০ দশমিক ৭০ শতাংশ। একই সঙ্গে দেশজ সঞ্চয়ের হারও কমে হয়েছে ২৩ দশমিক ২৫ শতাংশ, যা আগের বছর ছিল ২৩ দশমিক ৯৬ শতাংশ।

তবে জাতীয় সঞ্চয় কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ২৯ দশমিক ০১ শতাংশ, আগের বছরের ২৮ দশমিক ৪২ শতাংশের তুলনায়।

বিবিএস-এর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২১১ টাকা, যা গত বছর ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা। মার্কিন ডলারে এই আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ ডলারে, যেখানে আগের বছর ছিল ২ হাজার ৭৩৮ ডলার।

এই প্রতিবেদন দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে এক সমন্বিত চিত্র তুলে ধরেছে, যেখানে কিছু ইতিবাচক অগ্রগতি থাকলেও বেশ কিছু চ্যালেঞ্জ এখনো অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish