পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বিকাল ৩ টায় পর্যটন ইউথ ইন কুয়াকাটায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা পৌরসভার আমীর মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশে জামায়েতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা পরাধীন ছিলাম। এবার দ্বিতীয়বারের মতো ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি।
স্বৈরাচারের আমলে আমরা নিজের ভোট দিতে পারি নাই, সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারে নাই, শাসক গোষ্ঠী টুটি চেপে ধরেছে। তিনি আরো বলেন বাংলাদেশের সেনা সদস্যরা সাধারণ জনগণের পাশে ছিল জনগণের জন্য কাজ করছেন এবং করতেছে তিনি আরো বলেন আমাদেরকে মিছিল মিটিং করতে দেয়া হতো না নামাজ পড়তে গেলে তাও ধরে নিয়ে যেত ।
এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে সৎ, দক্ষ, দেশ প্রেমিক নাগরিক হতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথিঃ অধ্যাপক মুহাম্মদ শাহ আলম সদস্য, কেন্দ্রীয় মজলিশে শুরা, আমীর পটুয়াখালী জেলা, অধ্যক্ষ আ: সালাম, সদস্য কেন্দ্রীয় মজলিশে শুরা ও নায়েব আমীর পটুয়াখালী জেলা বাংলাদেশ জামাতে ইসলামী, এ্যাড নাজমুল আহসান, নায়েব আমীর পটুয়াখালী জেলা, বাংলাদেশ জামাতে ইসলামী, অধ্যাপক এ বি এম সাইফুল্লাহ সেক্রেটারি পটুয়াখালী জেলা বাংলাদেশ জামাতে ইসলামী, মাওলানা আবদুল কাইউম, আমীর কলাপাড়া উপজেলা, বাংলাদেশ জামাতে ইসলামী প্রমুখ।