কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে কলাপাড়ার হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। উপজেলার বিভিন্ন মন্দিরগুলোতে গত ৬ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা থেকে পাহারায় ছিলেন দলের কর্মীরা।
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবদুল কাইউম বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতা-কর্মীদের আশপাশের হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছি। তাঁদের মনে সাহস দিতে বলেছি। হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে জামায়াত- শিবির রয়েছে। জামায়াত মনে করে, সংখ্যালঘু বলে দেশে কিছু নেই, সবাই দেশের নাগরিক। আজ শহরের সকল মন্দির পরিদর্শন করেছি। তাঁদের এই আশ্বাস দিচ্ছি যে, হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে আমরা রয়েছি। হিন্দু-মুসলিম আমরা সবাই ভাই ভাই, এ দেশেরই নাগরিক।’
শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা মেশকাত হোসাইন, ছাত্র শিবিরের কলাপাড়া উপজেলা সভাপতি এইচএম আবদুল্লাহ, সাবেক সভাপতি হাফেজ সোলায়মান, সাবেক সেক্রেটারি তসলিম আহমেদ প্রমুখ।
এ সময় জামায়াত-শিবিরের নেতারা মন্দিরের পুরোহিতদের আশ্বস্ত করেন যে, তাঁদের ওপর কেউ হামলা করতে পারবে না। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির তাঁদের পাশে রয়েছে।