Top 5 This Week

কাউকে না জানিয়ে ক্লাস পরিদর্শনে খুবি উপাচার্য

খুবি প্রতিনিধি

কাউকে না জানিয়ে ক্লাস পরিদর্শনে গেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
২৪ অক্টোবর (বৃহস্পতিবার) ১১টার দিকে গণিত ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় টার্মের ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।

এ-সময় ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের সাথে বসে পাঠদানরত শিক্ষকের ক্লাস পর্যবেক্ষণ করেন। পরে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু দিকনির্দেশনা প্রদান করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্লাস করার সময় অবশ্যই প্রয়োজনীয় বিষয়ে নোট রাখা উচিত। যাতে ক্লাসের পরেও বেশি সময় পঠিত বিষয় মনে রাখা যায়। কারণ, নিজে শিখে তা অপরকে শেখাতে পারাই হচ্ছে আদর্শ শিক্ষা। তিনি ক্লাসের সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে তার জ্ঞানগর্ভমূলক নানা অভিজ্ঞতা তুলে ধরেন। একই সাথে তিনি ক্লাস করানোর সময় ক্লাসরুমে পর্যাপ্ত আলো যাতে থাকে সে বিষয়ে নির্দেশনা দেন।

পরে তিনি সংশ্লিষ্ট শিক্ষককে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা মেনে ক্লাসের শেষ ১০-১৫ মিনিট শিক্ষার্থীদের কাছ থেকে তার দেওয়া লেকচার সম্পর্কে ফিডব্যাক গ্রহণ এবং শেষ ৫ মিনিটে উক্ত ক্লাসের মূল্যায়ন নেওয়ার আহ্বান জানান। তিনি ভবিষ্যতে বিভিন্ন ডিসিপ্লিনে এরকম আকস্মিক পরিদর্শন করার অভিপ্রায় প্রকাশ এবং পিয়ার ফিডব্যাকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish