কালাই প্রতিনিধি
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ-১৪৩২ জয়পুরহাটের কালাই উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে পুরো উপজেলায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ‘পান্তা উৎসব’-এর মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচনা হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যেখানে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ। ব্যানার, ফেস্টুন, ঐতিহ্যবাহী দেশীয় পোশাকে সজ্জিত হয়ে নারী-পুরুষ, শিশু-কিশোরেরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি কালাই-মোকামতলা মহাসড়ক প্রদক্ষিণ করে শেষ হয় কালাই সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে।
শোভাযাত্রার নেতৃত্ব দেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান, সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেকার রহমান এবং কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন।
পরে কলেজ মাঠে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, কবিতা ও নৃত্যে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ। পহেলা বৈশাখের চেতনা ও আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে।
বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় একদিনের বৈশাখী মেলা। মেলায় প্রদর্শিত হয় গ্রামীণ বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী উপকরণ ও খেলনা— পালকি, গরু ও ঘোড়ার গাড়ি, লাঠিখেলা, খলশানি ও পলই (মাছ ধরার যন্ত্র), কৃষিকাজে ব্যবহৃত লাঙ্গল-জোয়াল, পানি দেওয়ার শিনি, হুকা, মাতল, বাইস্কোপ, হারমোনিয়াম, বাঁশি, তবলা প্রভৃতি। এসব উপকরণ দর্শনার্থীদের মনে জাগিয়ে তোলে শিকড়ের টান।
দিনভর উৎসবমুখর পরিবেশে কালাইয়ের মানুষ নতুন বছরকে বরণ করে নেয় আনন্দ, গান আর ঐতিহ্যের আবহে।