কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবৃত্তি সংগঠন ‘অনুপ্রাস- কণ্ঠ চর্চা কেন্দ্রে’র নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় বিজ্ঞান অনুষদের হলরুমে নানা আয়োজনের মাধ্যমে এটি অনুষ্ঠিত হয়।
সভাপতি রফিক উদ্দিনের সভাপতিত্বে রুবায়েত ও জাওয়াদ উর রাকিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. হাবিবুর রহমান।
তিনি বলেন, আমি অনুপ্রাসকে খুব কাছ থেকে দেখেছি। তাদের কাজ খুবই প্রশংসনীয়। বাঙালির ভাষা, বাঙালিত্ব ও বাঙালি জাতিসত্তা নিয়ে চিন্তা- কণ্ঠ চর্চা কাজ করে যাচ্ছে। তারা সকল বাধা ও প্রতিকূল পেরিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি এঙ্গেন্জমেন্ট রক্ষা করে আসছে এবং আমি আশা করি তারা সামনে এটি রক্ষায় কাজ করে যাবে।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি কাজী এম. আনিসুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত ও বাংলাদেশ বেতার কুমিল্লা বিভাগের সংবাদ পাঠক, উপস্থাপক, আবৃত্তি শিল্পী ও নাট্যকার মাহতাব সোহেল।
উল্লেখ্য, এসময় ৪র্থ ও ৫ম কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সম্মাননা স্মারক দেওয়া হয় এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে সংগঠনটি।