Top 5 This Week

কুবিতে আইকিউএসি’র ফি-চার্জ পেমেন্ট গেটওয়ে বিষয়ক কর্মশালা

 

কুবি প্রতিনিধি

শিক্ষার্থীদের কষ্ট লাঘব , অনলাইনে ফি আদায়ে কার্যক্রম নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ে ফি/চার্জ আদায়করণে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহারবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালা হয়।

জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হকের সঞ্চালনায় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড মো. হায়দার আলী বলেন, আমি যোগদানের পরই শিক্ষার্থীরা পেমেন্ট নিয়ে সমস্যা কথা বলেন। তাদের এই সমস্যার সমাধানের জন্য আমরা সোনালি ব্যাংকের সাথে একটা চুক্তি করি। চুক্তি অনুযায়ী শিক্ষার্থীরা অনলাইনে ফরম ফিলাম থেকে এডমিশন সবকিছু সফটওয়্যার মাধ্যমে পেমেন্ট করতে পারবে। বিকাশ, নগদ, রকেট ও অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এখানে ডাটা ও ইনফরমেশন খুব গুরুত্বের সাথে রক্ষা করা হয়। যারা এটার পরিচালনায় থাকবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে।

্আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল বলেন, ১৯ টি ডিপার্ট্মেন্টের শিক্ষার্থীরা তাদের মধ্যে অনেক ভোগান্তির কথা আমাদেরকে জানান। সেমিস্টার পরীক্ষার জন্য তারা ফরম পূরণ করতে হয় এবং লাইনে দাঁড়িয়ে ব্যাংকে টাকা জমা দিতে হয়। শিক্ষার্থীদের ভোগান্তিগুলো দূরীকরণের লক্ষেই আমাদের এই উদ্যোগ।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড.মাসুদা কামাল, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল , অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তাসহ সোনালী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish