Top 5 This Week

কুবিতে উপাচার্যের কুশপুত্তলিকা

Spread the love

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রধান ফটক ও গোল চত্বরে উপাচার্য অধ্যাপক ড এএফএম আবদুল মঈনের কুশপুত্তলিকা টাঙিয়েছে শিক্ষক সমিতি।

শুক্রবার (১০মে) বিকাল ২.৩০ এর দিকে শিক্ষক সমিতি এ কুশপুত্তলিকা স্থাপন করে।

এ বিষয়ে কাজী আনিছুল ইসলাম বলেন, বিশ্বে বিভিন্ন ধরনের প্রতিবাদের ভাষা রয়েছে। এটা একটা প্রতিবাতের ভাষা। শিক্ষক সমিতি ও তাদের প্রতিবাদ জানিয়েছে।

শিক্ষক সমিতির সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, এই উপাচার্য আসার পর থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি একটা আমদানিকৃত পঁচা মাল। একজন উপাচার্য হয়ে তিনি মিথ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। আজকের টা সর্বশেষ ঘৃণার বহিঃপ্রকাশ হিসাবে ডাস্টবিনের উপর তার কুশপুত্তলিকা স্থাপন করেছি। তার নিদির্ষ্ট জায়গায় সে স্থান পেয়েছে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, আমরা শিক্ষকদের সমস্যা নিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করেছি। উপাচার্য সর্বশেষ ২৮ তারিখ শিক্ষকদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা করেছেন। এনিয়েও কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই। আজকে তিনি ক্যাম্পাসে না এসেও গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্মানি গ্রহন করছেন। এর প্রতিবাদে আমরা তার কুশপুত্তলিকা স্থাপন করেছি।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড এএফএম আবদুল মঈনকে একাধিকবার যোগাযোগ করে যোগাযোগ করা সম্ভব হয় নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish