কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সমন্বিত গুচ্ছ পরীক্ষার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৭ অক্টোবর। ২ অক্টোবর রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৩ – ২৪ শিক্ষাবর্ষের ক্লাস ২৭ অক্টোবর শুরু হবে । কোটার ফলাফল ৩ অক্টোবরে মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে এবং শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সকল ইউনিটের কোটার সাক্ষাৎকার আগামী ৬ এবং ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের সময় মূল সনদ জমা দিতে হবে। ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে।
কোন ধরনের কোটার ফলাফল জানতে চাইলে রেজিস্ট্রার মুজিবুর রহমান বলেন, সকল ধরনের কোটা বাতিল করা হয়েছে। তবে পোষ্য কোটা এখনো বহাল রয়েছে। সে কোটার সাক্ষাৎকার গ্রহন করা হবে।