Top 5 This Week

কুবিতে ছাত্রদলের মানববন্ধন

Spread the love

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে গুম,খুন ও হত্যা বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ১২টায় শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সকল নেতা-কর্মী, সকল নাগরিকের মুক্তি ও আওয়ামীলীগসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি করেন।

ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী সরকারের বিগত ১৫ বছর শাসনামলে হাজারো মানুষ গুম হয়েছে,খুন হয়েছে। লাখো মানুষ আওয়ামী সন্ত্রাসী সংগঠনের দ্বারা অত্যাচারিত হয়েছে প্রতিটি বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে। দেশের প্রতিটি ক্যাম্পাসে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক ছাত্রদলের সকল নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত হয়েছে।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আজকের এই মানববন্ধন থেকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ঘোষণা দিতে চাই,এখন থেকে কোন ক্যাম্পাসে আর সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে কোন ছাত্র সংগঠনকে দেয়া হবে না,কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল নেতাকর্মীদের তালিকা তৈরি হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবার দাবি করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish