Top 5 This Week

কুবিতে ছাত্রদলের মানববন্ধন

Spread the love

 

কুবি প্রতিনিধি:
সারাদেশে  হত্যা ধর্ষণ, অপহরণ ও বিচারহীনতার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানবন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুল কাইয়ুম চত্বরে এই মানববন্ধন করেন তারা।

সমাবেশে উপস্থিত বক্তারা ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং সকল নির্যাতিত নারীর সুবিচার নিশ্চিত করার দাবি তোলেন।

এসময় সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, “আছিয়াসহ সকল ধর্ষিতার ন্যায়বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। বিচারহীনতার কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশে অরাজকতা সৃষ্টি হওয়ার সুযোগ করে দিচ্ছে। আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বান জানাই—১৫ দিনের মধ্যে আছিয়ার ধর্ষণের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।”

আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “আজ পর্যন্ত কোনো ধর্ষণেরই সুষ্ঠু বিচার হয়নি, তাই অপরাধীরা নির্ভয়ে একই কাজ করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আছিয়ার দ্রুত বিচার চাই। শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চাই। ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish