Top 5 This Week

কুবিতে সাংবাদিকতা ও ফিচার লেখার বিভিন্ন দিক নিয়ে দিনব্যাপী সেমিনার

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ফিচার লেখক সম্মেলন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২৯ মে) দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকাল ৮টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। বিকেল ৫টা পর্যন্ত চলে বিভিন্ন পর্বে ফিচার সাংবাদিকতার নানান দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কুবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। সভাপতিত্ব করেন ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ফাউন্ডিং চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ।

আলোচক হিসেবে অংশ নেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আহসান হাবীব, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাজহার সরকার, আল-জাজিরার সাংবাদিক মওদুদ আহম্মেদ সুজন, চ্যানেল ২৪-এর অ্যাসাইনমেন্ট এডিটর মাকসুদ উন নবী, সেন্টার ফর এডভান্সড মিডিয়া এডুকেশন-এর নির্বাহী পরিচালক প্লাবন তারিক, এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক জাকিয়া জাহান ও মশিউর রহমান।

ফিচার লেখায় নতুন দিগন্ত
দিনব্যাপী আলোচনা পর্বে বক্তারা তুলে ধরেন—

‘লিঙ্গীয় দৃষ্টিভঙ্গি’

‘তথ্য ও অভিজ্ঞতার সান্নিধ্যে গল্প বলার শিল্প’

‘সমাজের হৃৎস্পন্দনের লিখন: ফিচার লেখায় আঞ্চলিকতা, ধর্ম ও সংস্কৃতির প্রভাব’

‘জুলাই অভ্যুত্থানের ফিচার সমাচার’

‘অনুসন্ধানী ফিচারের হাতেখড়ি’

‘টেলিভিশন সাংবাদিকতায় বুনন ও পেছনের গল্প’

‘ফিচার সাংবাদিকতায় কাব্যিক ধারা: ভাষা ও প্রাণ’

‘আন্তর্জাতিক গণমাধ্যমে লেখক হওয়ার প্রস্তুতি’—ইত্যাদি বিষয়ে।

প্রধান অতিথির বক্তব্যে
অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন,

“সাংবাদিকদের ভূমিকা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়। তারা জনমত তৈরি, তথ্য অনুসন্ধান এবং গণতন্ত্র সুদৃঢ়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাংবাদিকতা ও বিশ্ববিদ্যালয়—এই দুটি ক্ষেত্র পরস্পরের সহযোগী। সাংবাদিকরা প্রশ্ন করেন, আমরা তার উত্তর দিতে প্রস্তুত। ফিচার লেখকরা জাতিকে নতুনভাবে চিন্তা করতে শেখান।”

বিশেষ অতিথির অভিমত
অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন,

“সংবাদ যদি হয় মস্তিষ্ক, তবে ফিচার তার হৃদয়। ফিচারে গল্প থাকবে না—তবু সেটি গল্পের মতোই প্রবাহিত হবে। সত্য থাকবে, বিশ্লেষণ থাকবে। ফিচার বিষয়ে ছাত্রদের সচেতনতা তাদের ব্যক্তিগত উন্নয়ন তো ঘটাবেই, পাশাপাশি জাতিকেও উপকৃত করবে।”

আয়োজকদের কণ্ঠে প্রত্যাশা
ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশনের ফাউন্ডিং চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ বলেন,

“মাত্র এক সপ্তাহের প্রস্তুতিতে আমরা এ আয়োজন করতে পেরেছি। ফিচার লেখা মানুষকে চিন্তাশীল ও সৃজনশীল করে তোলে। ভবিষ্যতে আরও বড় পরিসরে সম্মেলন আয়োজনের ইচ্ছা রয়েছে।”

সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও দেশের খ্যাতনামা সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সবার অংশগ্রহণ ও আগ্রহে সম্মেলনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish