কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস ইভেন্ট-২০২৪-২৫ পরিচালনার উদ্দেশ্যে অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ২৯ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
৫ টি দলে বিভক্ত এই কমিটিতে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. মুজাহিদুল ইসলাম চৌধুরী। চিফ কোঅরডিনেট হিসেবে আছেন হুরে জান্নাত অর্না ও চিফ ইনোভেশন অফিসার হিসেবে আছেন বায়েজিদ হাসান শাওন।
এছাড়া ব্যান্ডিং এন্ড প্রমোশন দলে আছেন, আনিকা তাবাসসুম সাদিয়া, সালমা আক্তার, হিমন ভূঁইয়া, আবদুল্লাহ আল সায়েম ও মেহেদী হাসান আবীর।
ইভেন্ট ম্যানেজম্যান্ট এন্ড অপারেশন দলে আছেন, মুনতাসির নাছের, মীর আবু জাফর, মো. হান্নান, মাহির নাসির পলক, মো. আসিফ ও ফাইয়াজ মোজাম্মেল লালান।
গ্রাফিক্স এন্ড কনটেন্ট দলে আছেন, মো.সাইদুল ইসলাম, ইরাজ আনোয়ার, তাহমিদ তাজওয়ার, সাব্বির আহম্মেদ শিমুল ও মো.করিম।
পাবলিক এফেয়ারস এন্ড আউটরিচ দলে আছেন, ফাদিয়া মোশারত, দেওয়ান সৈয়দা রাইসা তাসনিম, জাওয়াদ উর রাকিন খান, নাজিফা তাবাস্ছুম নাবিলা, সাদিয়া নওশীন ঐশী।
প্রেস এন্ড ডকুমেন্টেশন দলে আছেন, একা তালুকদার, তারিন সুমাইয়া, মরিয়ম আক্তার শিল্পী, সৈয়দা সাবরীনা আলম ও আমেনা ইকরা।
ক্যাম্পাস ডিরেক্টর মো. মুজাহিদুল ইসলাম চৌধুরী বলেন, বিশ্বের সর্ববৃহৎ বিজনেস কম্পিটিশনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য গর্বের। হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস রাউন্ড ২০২৪-২৫ আগামী দুই মাস ব্যাপী চলমান থাকবে।
পুরো প্রতিযোগিতা ৩টি ভিন্ন রাউন্ডে সম্পন্ন হবে। বিভিন্ন সেশন এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা ও সফলভাবে শেষ করার জন্য ক্যাম্পাসের বিভিন্ন ডিপার্টমেন্ট ও ফ্যাকাল্টি থেকে এক্সপার্টাইজ অনুযায়ী উইং ওয়াইজ বেশকিছু শিক্ষার্থীদের নিয়েই আমাদের এবারের কমিটি গঠন করা। কমিটিতে দুইজন চিফ, ৫টি উইংয়ের লিডার এবং অন্যান্য মেম্বার সহ মোট ২৯জন আছে। আমার প্রত্যাশা সবাইকে নিয়ে আমাদের সবগুলো রাউন্ড, প্রোগ্রাম ও কার্যক্রম সফলভাবে শেষ করা এবং এর মাধ্যমে সর্বত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখা।
উল্লেখ্য, হাল্ট প্রাইজ হলো শিক্ষার্থীদের নোবেল খ্যাত বিশ্বের সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা, যা প্রতিবছর বিশ্বের ১০০ এর অধিক দেশে হয়ে থাকে।
প্রতিযোগিতাটি জাতিসংঘ, ক্লিনটন ইনিশিয়েটিভস এবং হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল যৌথভাবে আয়োজন করে থাকে। এই আন্তর্জাতিক প্রতিযোগিতারই একটি অংশ হলো অন ক্যাম্পাস রাউন্ড প্রতিযোগিতা।