Top 5 This Week

কুবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে অধ্যাপক ড. ছায়াদউল্লাহ খান

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুপস্থিতি আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন  অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান।

রবিবার (১ সেপ্টেম্বর)  শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব  শাহিনুর ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  চলমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারারগণ পদত্যাগ করছেন।  ফলে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে। প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য ভাইস চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিন, কাউন্সিল, বিভাগীয় চেয়ারম্যানগণের সঙ্গে আলোচনা করে একজন জোষ্ঠ অধ্যাপক সাময়িকভাবে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।

গত ১৯ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা লক্ষ্য করা যায়। পরবর্তীতে কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খানকে দায়িত্ব দেওয়া হয়।

এবিষয়ে রেজিস্ট্রার মো: মুজিবুর রহমান মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খানকে আর্থিক এবং প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে অধ্যাপক ড অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান কালবেলাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থবিরতা কাটাতে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। আমি চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ের, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা প্রয়োজনীয় বিষয় গুলো যাতে সচল রাখতে। শিক্ষার্থীরা একটা সংকটময় সময় পার করেছে। তারা যেন সেশনজট না পড়ে সে বিষয়ে আমি কাজ করে যাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish