Top 5 This Week

কুবির জালালাবাদ এসোসিয়েশনের নেতৃত্বে মুহসিন-মেহরাজ

Spread the love

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন’ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নৃবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের মুহসিন জামিলকে সভাপতি এবং সিএসই বিভাগের ১৪তম ব্যাচের মো. মেহরাজ হোসেন ইফতিকে সাধারণ সম্পাদক করে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

শনিবার (২৩ নভেম্বর) সদ্য বিদায়ী সভাপতি মো. সামিন বখশ সাদী ও সাধারণ সম্পাদক তাওহীদা নাসরীন সোনালি স্বাক্ষরিত এবং সংগঠনের উপদেষ্টা হাসেনা বেগমের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ৩০টি পদে মোট ৮৯ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

এদের মধ্যে সভাপতি মুহসিন জামিল এবং সাধারণ সম্পাদক মো. মেহরাজ হোসেন ইফতির নেতৃত্বে ১১ জন সহ-সভাপতি, ২০ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, ১৬ জন সাংগঠনিক সম্পাদক, ১ জন ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন। আজীবন সদস্য হিসেবে রয়েছেন মো. সামিন বখশ সাদী এবং তাওহিদা নাসরীন সোনালী।

এই কমিটি আগামী এক বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish