কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন নেত্রকোণা স্টুডেন্ট’স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা ১৪ তম আবর্তনের ইমন আকন্দ।
সংগঠনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হয়।
জানা যায়, সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক রাখেশ দাশের বিতর্কিত কর্মকাণ্ডের জেরে তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে ইমন আকন্দকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
এবিষয়ে ইমন আকন্দ বলেন, কৃতজ্ঞতা এবং আন্তরিকতা পোষণ করছি নেত্রকোণা স্টুডেন্ট’স এসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর সম্মানিত উপদেষ্টা মন্ডলীদের প্রতি। সংগঠনকে আদর্শ ও ইতিবাচক রূপে রিপ্রেজেন্ট করা অবশ্যই চেষ্টা থাকবে৷ প্রত্যেকের স্ব স্থান থেকে অংশগ্রহণ সংগঠনকে আরো গতিশীল করবে৷ এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।