Top 5 This Week

কুবি’র বিজয় ২৪ হলের বার্ষিক ক্রীড়া সপ্তাহ সম্পন্ন

Spread the love

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) এর বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের বার্ষিক ক্রিড়া সপ্তাহের পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

বুধবার‚ (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘বিজয় ২৪ হলে’র প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহমুদুল হাসান খানের সভাপতিত্বে হলের ছাদে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর মোতাসিম বিল্লাহ এবং বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষকগণ।

এ সময় বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহমুদুল হাসান খান বলেন, আমি দেখতে পেরেছি লাস্ট দুই সপ্তাহ তোমরা মিলেমিশেও অনেক আনন্দ উদ্দীপনার সাথে খেলাধুলা করেছো এবং এতে তোমাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পেয়েছে তা আমি স্পষ্ট দেখেছি এবং আমার সাথেও অনেকের সম্পর্ক বৃদ্ধি পেয়েছে এই প্রোগ্রামের কারণে। এজন্য আমি সম্মানিত ভিসি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি ওনার পরামর্শ ও সার্বিক দিকনির্দেশনা এবং সহযোগিতার জন্য। এখন পর্যন্ত এখানে এসে যে প্রবলেমগুলো নিয়ে গিয়েছি ভিসি স্যারের ও ট্রেজারার স্যারের কাছে, উনারা খুব ভালোভাবে আমাকে রেসপন্স করেছেন ও সহযোগিতা করেছেন। সেই জায়গা থেকে আমি তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, বিজয়-২৪ হলের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমরা একটি পরিবার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ যারা স্টক হোল্ডার যারা আছি, তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করি, ভূমিকা রাখি। বিশেষ করে আমাদের একটি স্বপ্ন থাকে আমাদের নতুন প্রজন্মকে আগামী প্রজন্মের জন্য উপযোগী করে তোলা, যোগ্য করে তোলা। বিশ্ববিদ্যালয়ের অনেকটা সময় এই হলেই কাটানো হয়, তো এই ধরনের ইভেন্টগুলো আমাদের একে অপরের সাথে ভালো সম্পর্ক তৈরি করার সুযোগ করে দেয়। বিশ্ববিদ্যালয় একটা সার্বজনীন জায়গা, সেখান বিভিন্ন জায়গার মানুষ আসে, পরস্পরের সাথে সম্পর্ক তৈরি হয় এতে নিজেকে অনেক স্বয়ংসম্পূর্ণ মনে হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ে গেইন করতে আসেন, ভ্যালু এড করতে আসেন। যখন আমাদের নলেজ গেইন হয়, আমরা অল্প শিক্ষিত থেকে উচ্চশিক্ষিত হই সেইসাথে আমাদের অন্তরের উন্নতিও করতে হবে। অশিক্ষিত মানুষের আচরণ এবং শিক্ষিত মানুষের আচরণ এক নয়। শিক্ষা অর্জন করতে হবে আলোকিত মানুষ হওয়ার জন্যে। আপনারা শিক্ষা অর্জনের পাশাপাশি উচু মনের মানুষ হবেন। শিক্ষার সাথে সুপুরুষ হতে হবে, সুমানুষ হতে হবে, আলোকিত মানুষ হতে হবে। হলকে আলোকিত রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে এতে আপনাদের সহায়তা প্রয়োজন। আমি দোয়া করি, আপনারা ভালো মানুষ হবেন, ভালো শিক্ষিত হবেন। পৃথিবীর জন্য, দেশের জন্য ভালো এ্যাসেট হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish