কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১১টা পর্যন্ত চলে ‘সি’ ইউনিটের পরীক্ষা। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ‘এ’ ইউনিটের পরীক্ষা।
ভর্তি পরীক্ষা কমিটির সূত্র অনুযায়ী, ‘সি’ ইউনিটের ১২টি কেন্দ্রে মোট ৯ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৬৪৬ জন। উপস্থিতির হার ৭৬ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে, ‘এ’ ইউনিটের ৩০টি কেন্দ্রে ৩২ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২১ হাজার ৯৯৯ জন, যা ৬৭ দশমিক ৫৩ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী জানান, “আজকের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিবেশ ছিল স্বচ্ছ ও নিয়ন্ত্রিত।”
তিনি আরও জানান, সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি ছিল। ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। সব বিভাগের যৌথ প্রচেষ্টায় ‘এ’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
পরবর্তী ‘বি’ ইউনিটের পরীক্ষা আরও সুপরিকল্পিতভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে উপাচার্য সকল শিক্ষক, শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডি, কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনী, বিএনসিসি, রোভার স্কাউটস ও সাংবাদিকদের ধন্যবাদ জানান।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “অসদুপায় রোধে পরীক্ষার আগে প্রত্যেক পরীক্ষার্থীর কান, চোখ ও মুখমণ্ডল পর্যবেক্ষণ করা হবে। পরীক্ষার এক ঘণ্টা আগে থেকে কেন্দ্রে প্রবেশের অনুমতি থাকলেও হলে প্রবেশ করা যাবে ৩০ মিনিট আগে। নির্ধারিত সময়ের পর কেউ কেন্দ্রে ঢুকতে পারবে না। ক্যালকুলেটর, মোবাইল, ঘড়ি ও যেকোনো ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষার্থীরা ব্যাগ নিয়ে কেন্দ্রে ঢুকতে পারলেও নির্দিষ্ট জায়গায় জমা দিতে হবে।”