Top 5 This Week

কুবির ভর্তি পরীক্ষা: ‘এ’ ইউনিটে পাসের হার ৩৪.০৫%, ‘সি’ ইউনিটে ৬৯.৭৫%

Spread the love

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) প্রকাশিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://cou.admission-aid.com–এ দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ প্যানেলে লগইন করে ফলাফল জানতে পারবে।

চলতি শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ৩২ হাজার ৬৫৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২১ হাজার ৯৯৪ জন। উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৪৮৯ জন। এই ইউনিটে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৭৭ এবং পাসের হার ৩৪.০৫ শতাংশ।

অন্যদিকে, ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেন ৯ হাজার ৯৫২ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭ হাজার ৬৪৬ জন। উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৮ এবং পাসের হার ৬৯.৭৫ শতাংশ।

উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয়, ভর্তি সংক্রান্ত সময়সূচি ও নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://cou.admission-aid.com এবং অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/comillauniversityofficial–এ পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish