কুবির রক্তদাতা”বন্ধু’র ইফতার মাহফিল
কুবি প্রতিনিধি,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রক্তদান সংগঠন “বন্ধু”র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ (বৃহস্পতিবার) প্রশাসনিক ভবনের ৪১১ নাম্বার কক্ষে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
বন্ধু’র সভাপতি ওসমান গনির সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, বন্ধু’র পৃষ্ঠপোষক ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল-আমীন। সাবেক সভাপতি মারুফ আহমেদ, সাধারণ সম্পাদক আবু হানিফ ও সহসভাপতি এ.বি.এস ফরহাদ ও সংগঠনটির বর্তমান ও সাবেক সদস্যরা।
সহযোগী অধ্যাপক সাইদুল আল- আমিন বলেন, সকলকে এখানে আসার জন্য বিশেষভাবে ধন্যবাদ, “বন্ধু ” দীর্ঘজীবি হোক এটা কামনা করছি।
অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জিএম মনিরুজ্জামান বলেন, ” আমি মনে করি কুবিতে সকল শিক্ষার্থী ব্লাড দিবে। এজন্য ব্লাড দিবে কারন ব্লাড দিলে সুস্থ থাকা যায়। বন্ধু সংগঠনকে আমি ধন্যবাদ জানায় শিক্ষার্থীদের রক্তদানে উদ্ভুদ্ধ করার জন্য।”