কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি (কুবিসাস) ও এনআরবিসি ব্যাংকের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল চারটায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ( কুবিসাস) কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কুবিসাসের সাধারণ সম্পাদক সাঈদ হাসান ও অন্যান্য সদস্যরা এবং এনআরবিসি ব্যাংকের সিলেট জোন ও কুমিল্লা এরিয়ার হেড কামরুল হাসান এবং মো. হারুন অর রশিদ হেড অব কমিউনিকেশন ডিভিশন উপস্থিত ছিলেন।
এসময় সিলেট জোন ও কুমিল্লা এরিয়ার হেড কামরুল হাসান বলেন, আজকে আপনাদের সাথে বসতে পেরে ভাল লাগছে৷ যেকোনো প্রয়োজনে এনআরবিসি ব্যাংক আপনাদের পাশে থাকবে৷
এছাড়াও তিনি শিক্ষার্থীদের দেশে-বিদেশে উচ্চ শিক্ষার বিষয়ে ও শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা সেভিংস অ্যাকাউন্টে ফ্রি ব্যাংকিং সুবিধা এবং মাল্টি কারেন্সি কার্ড সম্পর্কে আলোচনা করেন।
এসময় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাঈদ হাসান বলেন, এনআরবিসি ব্যাংকের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সম্পর্ক দৃঢ় হবে৷ সবসময় এনআরবিসি ব্যাংক আমাদের পাশে থাকবে এই আশা ব্যক্ত করি৷