Top 5 This Week

কুবি সাংবাদিকতা বিভাগের ২ খেলোয়াড়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ

Spread the love

 

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পদার্থ বিজ্ঞান বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মধ্যেকার খেলায় মারামারির ঘটনা ঘটেছে।

বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সাংবাদিকতা বিভাগের ২ খেলোয়াড়সহ শিক্ষার্থীদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ এনে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খেলা চলাকালীন সময়ে সাংবাদিকতা বিভাগের খেলোয়াড় পদার্থ বিজ্ঞান বিভাগের ৮ নং জার্সি পড়া খেলোয়াড়কে ফাউল করে। তখন পদার্থ বিজ্ঞান বিভাগের সেই খেলোয়াড় সাংবাদিকতা বিভাগের ৫ নং জার্সি পড়া খেলোয়াড় রিফাতকে ধাক্কা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এরপর সাংবাদিকতা বিভাগের ৫ নং জার্সি পরিহিত খেলোয়াড় পদার্থ বিজ্ঞান বিভাগের এক খেলোয়াড়কে মারধর করেন। এসময় মাঠে থাকা সাংবাদিকতা বিভাগের দর্শকেরা মাঠে প্রবেশ করলে তাদেরকে সাথে নিয়ে ১২ নং জার্সি পড়া খেলোয়াড় জিসান আবারও পদার্থ বিজ্ঞান বিভাগের খেলোয়াড়দের মারধর করেন। পরে ২ বিভাগের শিক্ষকরা এসে উত্তেজিত শিক্ষার্থীদের মাঠের বাহিরে নিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের আঘাতপ্রাপ্ত খেলোয়াড় জুবায়ের বলেন, আমাদের খেলোয়াড় ফেরদৌসকে থাপ্পড় দেয় এমসিজে টিমের ৫ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়। তখন আমি তাকে (এমসিজের খেলোয়াড়) শান্ত করার চেষ্টা করলে বাহির থেকে ১২ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় এসে আমার মাথায় কিছু একটা দিয়ে আঘাত করলে আমি পরে যাই।

মারধরের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফেরদৌস রিফাত বলেন, খেলায় যখন একটা ফাউল হইছে তখন আমাকে ফিজিক্সের একজন ধাক্কা দিয়েছিলো, এর প্রেক্ষিতে আমি তাকে কাউন্টার ধাক্কা দিয়েছি। আমি কাউকে মারধর করেনি।

খেলা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, আমরা স্পোর্টস কমিটি মাঠের বিশৃঙ্খলা নোটিশ করেছি। সেই অনুযায়ী ১২ নাম্বার জার্সির খেলোয়ারকে (জিসান) দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আর ফিজিক্স বিভাগ যেহেতু লিখিত অভিযোগ দিয়েছে প্রক্টরিয়াল বডি বিষয়টি সমাধান করবে। এখানে স্পোর্টস কমিটির কিছু করার নেই।

মারধরের বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, ঘটনাটি যেহেতু মাঠের বিষয় এটি ক্রীড়া কমিটি দেখবে। ক্রীড়া কমিটি আমাকে একটা সিদ্ধান্ত জানিয়েছে। একজন খেলোয়াড়কে নাকি তারা দুই ম্যাচ নিষিদ্ধ করেছে।

প্রসঙ্গত, এর আগে গত ১৪ নভেম্বর লোকপ্রশাসন ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের খেলা চলাকালীন মাঠের বাহিরে থেকে বল দেওয়াকে কেন্দ্র করে লোকপ্রশাসন ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish