Top 5 This Week

কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানির মামলা

বিডিটাইম ডেস্ক

কুমিল্লার মুরাদনগরে দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি সাংবাদিক মাহবুব আলম আরিফের বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। বিএনপির বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া এ মামলা করেছেন।

বুধবার (৯ জুলাই) কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১১ এ মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক মমিনুল হক মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন এবং আগামী ১৮ আগস্ট তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, চলতি বছরের ২৭ জুন মুরাদনগরের বাহেরচর গ্রামে সংঘটিত এক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফজর আলীকে বিএনপি নেতা হিসেবে মুরাদনগর লাইভ টিভি নামক ফেসবুক পেজে সংবাদ প্রচার করেন সাংবাদিক মাহবুব আলম আরিফ। বাদী কামাল উদ্দিন ভূঁইয়ার দাবি, এই তথ্য “মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।” তার ভাষায়, “ধর্ষক ও তার পরিবার কখনো বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।” এ কারণে তিনি মানহানির মামলা দায়ের করেছেন।

এদিকে সাংবাদিক মাহবুব আলম আরিফের বিরুদ্ধে মামলার ঘটনায় কুমিল্লার বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা একে সাংবাদিকদের হয়রানির অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করে মামলাটি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

প্রতিবাদকারী সংগঠন ও ব্যক্তিদের মধ্যে রয়েছেন: কুমিল্লা প্রেস ক্লাব সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কুমিল্লা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সভাপতি হুমায়ুন কবির রনি, সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাসেল সোহেল, সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ, কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি তামজিদ হোসেন লিপু, সম্পাদক শাহ ইমরান, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি সভাপতি সেলিম রেজা মুন্সি, সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, মুরাদনগর প্রেস ক্লাব, সহ-সভাপতি বেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি (মুরাদনগর) সভাপতি এন এ মুরাদ, সম্পাদক জালাল উদ্দিন আহমেদ

সাংবাদিক নেতারা বলেন, “মিথ্যা মামলার মাধ্যমে একজন পেশাদার সাংবাদিককে হেনস্তা করা হচ্ছে। মত প্রকাশ ও স্বাধীন সাংবাদিকতার পথে এটি স্পষ্ট বাধা।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish