Top 5 This Week

কুমিল্লা ল্যাবরেটরী স্কুলের বিএনসিসি প্লাটুন উদ্বোধন করলেন কর্নেল প্রিন্স

বিডিটাইম ডেস্ক:

কুমিল্লা সরকারি ল্যাবরেটরী হাই স্কুলের বিএনসিসি প্লাটুন উদ্বোধন করলেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স।


বৃহস্পতিবার (১৯ই সেপ্টেম্বর) সরকারি ল্যাবরেটরী হাই স্কুল বিএনসিসি প্লাটুন উদ্বোধনকালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান শিক্ষক জনাব রোকসানা ফেরদৌস মজুমদার, এসময় সরকারি ল্যাবরেটরী হাই স্কুল বিএনসিসি প্লাটুনের একদল চৌকস ক্যাডেটও ব্যান্ড দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
উদ্বোধনকালে লেফট্যানেন্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স বলেন, আমি সরকারি ল্যাবরেটরী হাই স্কুল প্লাটুন পরিদর্শন করে ক্যাডেটদের সার্বিক কার্যক্রমে মুগ্ধ হলাম। আমি এই প্লাটুনের বিএনসিসিও, পিইউও এবং ক্যাডেটদের আন্তরিক ধন্যবাদ জানাই। সবার উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।

প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার বলেন, বিএনসিসি প্লাটুনের জন্য আমার দরজা সবসময় খোলা। তারা দেশ জাতির জন্য কাজ করে। এখন থেকে স্কুলে বিএনসিসি প্লাটুনের সকল কার্যক্রম চলবে।

বিএনসিসি প্লাটুন কমান্ডার সিইউও ফয়সাল মাহমুদ ভুঁইয়া বলেন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হলো সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত দ্বিতীয় সারির প্রতিরক্ষা বাহিনী যা বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি আধাসামরিক, স্বেচ্ছাসেবী বাহিনী। বিএনসিসি’র মূলমন্ত্র হলো – জ্ঞান, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবী। সৎ, দক্ষ, দেশপ্রেমিক, যোগ্য নেতৃত্ব তৈরি করার কাজ করে যায় বিএনসিসি।


এসময় উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট অ্যাডজুটেন্ট মেজর মুনতাসির আরাফাত, প্লাটুন কমান্ডার সিইও জনাব ফয়সাল মাহমুদ ভূইয়া,আলফা কোম্পানির কোম্পানি অ্যাডজুটেন্ট সিইউও মো: সামিন বখশ সাদী, অন্যান্য সামরিক প্রশিক্ষকবৃন্দ ও প্লাটুনের ক্যাডেটগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish