বিডিটাইম ডেস্ক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ তাঁর হাতে তুলে দিয়েছে সরকার। বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান আনুষ্ঠানিকভাবে এই কাগজ খালেদা জিয়ার হাতে তুলে দেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, মন্ত্রণালয়ের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাতে এসেছিলেন এবং প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন। উপদেষ্টা কিছু কাগজ দিয়েছেন বলেও জানান তিনি, তবে ওই কাগজে কী আছে, সে বিষয়ে তাঁর কাছে নির্দিষ্ট তথ্য নেই।
প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তাঁর স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশানে দেড় বিঘা জমির ওপর একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি খালেদা জিয়ার বর্তমানে বসবাসরত ‘ফিরোজা’ বাড়ির কাছেই অবস্থিত। এছাড়া ঢাকার সেনানিবাস এলাকাতেও একটি বাড়ি বরাদ্দ পেয়েছিলেন তিনি, তবে পরে আওয়ামী লীগ সরকারের সময়ে সেই বরাদ্দ বাতিল করা হয়।
সরকারি সূত্রে জানা গেছে, গুলশানের ওই বাড়িটি দীর্ঘদিন ধরেই খালেদা জিয়ার ব্যবহারেই ছিল, তবে সেটির মালিকানা বা নামজারি তাঁর নামে হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাড়িটি তাঁর নামে নামজারি করা হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে এতদিন আনুষ্ঠানিকভাবে কাগজ হস্তান্তর সম্ভব হয়নি। বুধবারের মাধ্যমে সেই প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।