বিডিটাইম ডেস্ক
‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ কর্মসূচিকে সফল করতে দুটি উপ-কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি। রোববার (২৯ জুন) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথমত, ‘গণঅভ্যুত্থান ২০২৪’ কর্মসূচি দেশি-বিদেশি গণমাধ্যমে প্রচার এবং ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি’কে সহায়তা করতে ‘মিডিয়া উপ-কমিটি’ গঠন করা হয়েছে। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে এই কমিটির আহ্বায়ক এবং সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে আরও রয়েছেন—শাম্মী আক্তার, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাংবাদিক আলী মামুদসহ মোট ১৬ জন সদস্য। এতে সাংবাদিক, আইনজীবী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা অন্তর্ভুক্ত আছেন।
দ্বিতীয় উপ-কমিটি হলো ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’ শীর্ষক অনুষ্ঠান বাস্তবায়নের জন্য গঠিত ‘বাস্তবায়ন উপ-কমিটি’। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপি পরিবারের আহ্বায়ক ও মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনকে। সদস্য সচিব হয়েছেন সানজিদা ইসলাম তুলি।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), জাহিদুল ইসলাম রনি, আফরোজা ইসলাম আঁখিসহ মোট ১২ জন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় ঐক্য গড়ে তুলতে ঘোষিত কর্মসূচিগুলো কার্যকরভাবে পরিচালনা করতেই এসব উপ-কমিটি গঠন করা হয়েছে।