Top 5 This Week

গাজায় একদিনেই নিহত ১৪৩ ফিলিস্তিনি

Spread the love

বিডিটাইম ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনী তাদের ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে। বিমান, স্থল ও সমুদ্রপথে চালানো এসব হামলায় মাত্র একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪৩ জন ফিলিস্তিনি।

শুক্রবার (১৬ মে) গাজার চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানভিত্তিক বার্তা সংস্থা মেহের। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া টানা হামলায় গাজা জুড়ে প্রাণ হারান এই বিপুলসংখ্যক বেসামরিক মানুষ।

জাবালিয়া শরণার্থী শিবিরে গণহত্যা

সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হয়েছে জাবালিয়া শরণার্থী শিবিরে। সেখানে সর্বশেষ ইসরাইলি হামলায় ৬ জন বেসামরিক নাগরিক নিহত হন, আহত হন আরও অনেকে। এর আগেও একই শিবিরে আরেক হামলায় নিহত হন ১৫ জন, যাদের মধ্যে ১১ জন শিশু ও একজন নারী ছিলেন।
খান ইউনিস ও গাজার উত্তরে হামলা

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে পৃথক দুই হামলায় আরও ৫ জন নিহত হন। পাশাপাশি গাজার উত্তর অংশে একটি বাড়িতে বোমা বর্ষণে নিহত হন ২ জন ফিলিস্তিনি, আহত হন বহু মানুষ। আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে।

নিহতের সংখ্যা ছাড়াল ৫৩ হাজার

হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৮ মার্চ থেকে ইসরাইল ফের বিমান হামলা শুরু করার পর এখন পর্যন্ত নিহত হয়েছেন ২,৮৭৬ জন। আর ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৩,১১৯ জনে। আহত হয়েছেন প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ।

পশ্চিম তীরেও রক্তপাত

এদিকে অধিকৃত পশ্চিম তীরেও ইসরাইলি বাহিনীর হামলায় বৃহস্পতিবার ৪ জন ফিলিস্তিনি নিহত হন। ইসরাইলি বাহিনী বিভিন্ন সড়ক ঘিরে অভিযান চালাচ্ছে। যদিও তারা বলছে, এই অভিযান জেনিন ব্যাটালিয়নের প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে। তবে বাস্তবতা হলো— ইহুদি বসতি স্থাপনকারীদের সহায়তায় দখলদার বাহিনী ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে প্রায় ১,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish