বিডিটাইম ডেস্ক
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইসরায়েলের মধ্যে বাণিজ্য চুক্তির একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনায় গাজায় ইসরায়েলের কার্যক্রমকে চুক্তির লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইইউ’র পররাষ্ট্রনীতির প্রধান কায়া কাল্লাস গত মাসে এই পর্যালোচনা করার নির্দেশ দেন, যা নেদারল্যান্ড সরকারের এক অনুরোধের প্রেক্ষিতে নেওয়া হয়।
মিডল ইস্ট আই (MEE) সূত্রে জানা গেছে, পর্যালোচনায় ইসরায়েলের গাজায় যুদ্ধকালীন আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের প্রমাণ রয়েছে। এই প্রতিবেদন আগামী সোমবার ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে উপস্থাপন করা হবে।
কূটনীতিকরা বলছেন, এই বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক সংলাপ স্থগিত বা নিষেধাজ্ঞা আরোপ নিয়ে তীব্র আলোচনা হবে। তবে ইইউ’র সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ইসরায়েলের বিষয়ে মতানৈক্য থাকায় দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আলোচনা আগামী ১৫ জুলাই ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অনুষ্ঠিত হবে, যেখানে এই বিষয় চূড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে।