Top 5 This Week

‘গুন্ডামি–মাস্তানির রাজনীতি তরুণ প্রজন্ম মানবে না’—এনসিপি নেতার হুঁশিয়ারি

বিডিটাইম ডেস্ক

বিএনপিকে উদ্দেশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “ক্ষমতার লোভে আপনারা বেহুঁশ হয়ে গিয়েছেন।

এই বেহুঁশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদের সাবধান করছি।” তিনি বলেন, “এ ধরনের গুন্ডামি-মাস্তানি আর হুমকির রাজনীতি তরুণ প্রজন্ম কোনোভাবেই মেনে নেবে না।”

শনিবার (৩১মে) রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে ‘মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার নেতা-কর্মীদের অংশগ্রহণে এই কর্মশালায় রাজনৈতিক সংস্কার ও নির্বাচন নিয়ে দলটির অবস্থান তুলে ধরা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে—এ ধরনের কথা বলে একটি স্থিতিশীল রাষ্ট্রকে হুমকি দেওয়া হচ্ছে। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি চরম অবমাননা।” তিনি মনে করেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বিচার ও সংস্কার আগে নিশ্চিত করতে হবে। “সংস্কারপ্রক্রিয়া বাংলাদেশেই হবে, বিচারও হবে বাংলাদেশে। এরপর দেশের মানুষ একটি সঠিক গণতান্ত্রিক পথ বেছে নেবে,” বলেন তিনি।

কর্মশালায় আলোচনায় অংশ নিয়ে বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম বলেন, “পরিবর্তনের জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।”
অর্থনীতিবিদ জিয়া হাসান বলেন, “গণ-অভ্যুত্থানের ধারক-বাহক শক্তি এনসিপির ওপর মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।”

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে যে আমরা নির্বাচন চাই না। বরং আমরা চাই একটি অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচন, যার পূর্বশর্ত হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মৌলিক সংস্কার। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশনসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত না করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।”

লেখক ও মানবাধিকারকর্মী মুস্তাইন জহির বলেন, “একাত্তরের পর বাংলাদেশে রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলো কখনো এতটা দুর্বল ও বিভক্ত অবস্থায় পড়েনি। বর্তমান প্রেক্ষাপটে ভবিষ্যৎ পথ নির্ধারণে একসঙ্গে কাজ করা ছাড়া বিকল্প নেই।”

কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিডিজবস-এর সিইও ফাহিম মাশরুর, কাতারের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাসান মাহমুদ এবং ‘ট্রাক লাগবে’-এর প্রতিষ্ঠাতা এনায়েত রশিদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish