Top 5 This Week

গোবিপ্রবিতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

Spread the love

গোবিপ্রবি প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট অর্থাৎ বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (৯ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মোট ৪৪১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৯৮০ জন। অনুপস্থিত ছিলেন ৪৩৫ জন। অসদুপায় অবলম্বনের দায়ে একজনকে বহিষ্কার করা হয়। এছাড়া বিকেলে ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষাও সুষ্ঠুভাবে শেষ হয়।

পরীক্ষার আগে অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। পরে তারা পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেন এবং সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পরীক্ষা শেষে উপাচার্য বলেন, “আজকের পরীক্ষা দিয়ে এবারের গুচ্ছ ভর্তি কার্যক্রমের সফল সমাপ্তি ঘটলো। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নিতে পেরেছি, এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানও ভর্তি কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, এবারের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে মোট আবেদন পড়ে ২ লাখ ৩৭ হাজার ৭৮৭টি। এর মধ্যে গোবিপ্রবি কেন্দ্রে বাণিজ্য ইউনিটে (২৫ এপ্রিল) উপস্থিত ছিলেন ৮৬২ জন এবং মানবিক ইউনিটে (২ মে) উপস্থিত ছিলেন ২৮০২ জন পরীক্ষার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish