বিডিটাইম ডেস্ক :
চকরিয়ার সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘চকরিয়া ছাত্র কল্যাণ ফোরামের’ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে চট্টগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী শহিদুল ইসলাম আল জায়েদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের শিক্ষার্থী মাজেদ বিন মুনির।
গত ১৬ আগস্ট উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কমিটির অন্যান্যরা হলেন, আবিদ আহমেদ (সহ-সভাপতি) খাইমুল মাহমুদ ছোটন (সহ-সভাপতি), নাজমুদ্দিন সায়েম ( যুগ্ম সাধারণ সম্পাদক) মুশফিকুর রহমনা সাকিব ( যুগ্ম সাধারণ সম্পাদক), ইমরুল হাসান ( অর্থ সম্পাদক), শাহ সরওয়াত শাকিল ( মানব সেবা সম্পাদক) আব্দুল্লাহ আল ছোয়াদ( অফিস সম্পাদক), মোহাম্মদ সাকিব হোসাইন ( প্রচার সম্পাদক), দ্বীন বিন বশির বাপ্পু (সাংস্কৃতিক সম্পাদক), ওয়াজেদুল আকবর মুরাদ (ধর্ম বিষয়ক সম্পাদক), খালেদ হোসাইন ইমন (ক্রীড়া সম্পাদক), মোহাম্মদ সোহেল(সদস্য)।
উল্লেখ্য, এ কমিটি ২০২৪ -২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।