বিডিটাইম ডেস্ক
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন মুসলিমাবাদ বেড়িবাঁধ এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। শনিবার (৩ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন গণমাধ্যমকে জানান, পতেঙ্গা ঘাট এলাকা দিয়ে একাধিক রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করছে—এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালান। এসময় নারী, শিশু ও পুরুষ মিলিয়ে মোট ৩৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদেরকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
তবে আটক ব্যক্তিরা মিয়ানমার থেকে সরাসরি এসেছেন নাকি ভাসানচর থেকে পালিয়ে এসেছেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান র্যাব কর্মকর্তা।
অন্যদিকে, আটক রোহিঙ্গাদের কয়েকজন দাবি করেছেন, তারা মিয়ানমার থেকে দালালের মাধ্যমে চট্টগ্রাম শহরে প্রবেশ করেছেন। এর জন্য প্রত্যেকেই দালালকে প্রায় দুই হাজার টাকা করে পরিশোধ করেছেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “র্যাবের মাধ্যমে আটক ৩৫ জন রোহিঙ্গাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।”