বিডিটাইম ডেস্ক
চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের ঘটনায় ১৩ ভরি স্বর্ণ ও ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন—আরমান ও সাজু কুমার বণিক।
রোববার ভোরে নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ৮ মে কোতোয়ালি থানার কুলিয়ারচর সিএনজি স্টেশনের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন অভিষেক বড়ুয়া নামে এক ব্যক্তি। এ সময় তার কাছ থেকে চারটি স্বর্ণের চুড়ি ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তিনি কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
তদন্তের ধারাবাহিকতায় পুলিশ অভিযানে নামে এবং রোববার ভোরে অভিযুক্তদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
ডিসি আলমগীর আরও জানান, গ্রেফতার আরমান একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে ইতোমধ্যে ৭টি মামলা রয়েছে। অপর আসামি সাজু কুমার বণিক চোরাই মালামাল কম দামে কিনে বেশি দামে বিক্রি করতেন।
পুলিশ জানায়, তাদেরকে ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।