গাজীপুর প্রতিনিধি:
চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন পাপ্পু সরকারসহ দলীয় অঙ্গসংগঠনের আরও তিন নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৬ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত অন্য নেতারা হলেন—গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।
বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বহিষ্কারের বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সওকত হোসেন সরকার রোববার রাত সাড়ে ১০টার দিকে যুগান্তরকে বলেন, “বিএনপিকে গণমুখী ও চাঁদাবাজ মুক্ত করতে এই সিদ্ধান্ত অত্যন্ত প্রয়োজনীয়। আমরা দলীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।”