বিডিটাইম ডেস্ক
সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে জাতীয়তাবাদী তারেক পরিষদ। সংগঠনটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (২৬ মে) বিকেলে রাজধানীর পল্লবীতে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় এ প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারেক পরিষদের সভাপতি মো. সাইদুল ইসলাম লরেন। সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে হাবিব বলেন, “তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন এবং জনগণকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে আমাদের এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন রুমি (সঞ্চালনায়), জাতীয় তারেক পরিষদের সাধারণ সম্পাদক ওয়াসিম আলম শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন মিজু ও আবদুল মান্নান খান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাজী আবদুর রহমান (লিটন), সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. ইউনুস মৃধা, সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রোকনুজ্জামান রনি।
সভায় সংগঠনের সভাপতি সাহিদুল ইসলাম লরেন বলেন, “চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় হোক তারেক পরিষদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার। ঐক্য, শিক্ষা, সততা ও দেশপ্রেমকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। জনগণের চিন্তা-চেতনার প্রতিফলন ঘটানোই আমাদের প্রধান কাজ।”
সাধারণ সম্পাদক ওয়াসিম আলম শাওন বলেন, “জাতীয়তাবাদী বিএনপির চেতনা কর্মীবান্ধব না হয়ে জনবান্ধব হতে হবে।”
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে উদ্যাপন করেন নেতাকর্মীরা। পরে সংগঠনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।