বিডিটাইম ডেস্ক
সরকারিভাবে ওয়েট ব্লু কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্তের প্রতিবাদে সাভারের বিসিক শিল্প নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ট্যানারির শ্রমিকরা। সোমবার (২৬মে) বিকালে হেমায়েতপুরের হরিণধরা এলাকায় ট্যানারির মূল ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে বিসিক শিল্প নগরীর অন্তর্ভুক্ত সব কারখানার শ্রমিকসহ প্রায় ১৪টি সংগঠনের সদস্যরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, সরকার এই সিদ্ধান্ত থেকে না সরে আসলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বেন এবং মালিকরা ক্ষতিগ্রস্ত হবেন। দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।
শ্রমিকদের বিক্ষোভের পর সন্ধ্যা ৬টায় ট্যানারি মালিকদের এক জরুরি বৈঠক ডাকা হয় বিসিক শিল্প নগরীর অফিসে। তবে ওই বৈঠকে উত্তেজনা দেখা দেয়, যখন ঢাকা হাইট অ্যান্ড স্কিন ট্যানারির ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রশিদ ভূঁইয়া বিসিক ট্যানারির নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান রিজোয়ান-এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন।
তিনি বলেন, “এই প্রকৌশলীর কারণে বিসিক ট্যানারি শিল্প ধ্বংসের পথে। মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করলেও তিনি সুষ্ঠু কোনো বৈঠক করেন না। তিনি একজন বড় চাঁদাবাজ।”
এই বক্তব্য ঘিরে উপস্থিত মালিকদের মধ্যে হট্টগোল শুরু হলে বৈঠকটি বাতিল করা হয়।
ট্যানারি মালিক ও শ্রমিক উভয়পক্ষই সরকারের কাছে এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।